মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কাহালুতে আগামী রোববার থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান

কাহালুতে আগামী রোববার থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান

বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। একই সাথে যারা করোনার টিকা এখনো নেয়নি, তাদেরকেও প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলবে বলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ যাকারিয়া রানা নিশ্চিত করেছেন।

 তার তথ্যমতে দ্বিতীয় ডোজের করোনা ভ্যাকসিন ৮ এপ্রিল দেওয়ার কথা থাকলেও সময়মত ভ্যাকসিন না আসায় রবিবার থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যে শুক্রবার করোনা ভ্যাকেিসন দ্বিতীয় ডোজ হাসপাতাল কতৃপক্ষ হাতে পেয়েছেন। তথ্যমতে যারা ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি প্রথম ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন, তারা সবাই ১১ এপ্রিল দ্বিতীয় ডোজ নিতে পারবেন। 

 এদিকে শুক্রবার পর্যন্ত এখানে মোট ৭ হাজার ৫০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে এখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান ও তার শিশুপুত্রসহ মোট তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ যাকারিয়া রানা সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানিয়েছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: