সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি না মানায় বগুড়ার দুপচাঁচিয়ায় জরিমানা ১২০০ টাকা

স্বাস্থ্যবিধি না মানায় বগুড়ার দুপচাঁচিয়ায় জরিমানা ১২০০ টাকা

বগুড়ার দুপচাঁচিয়ায় পৃথক অভিযানে একটি হোটেলসহ দুই ব্যক্তিকে এক হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

একটি ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুহা. আবু তাহির। অপরটির নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আবু সালেহ মো. হাসনাত।

আদালত সূত্র জানায়, আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন করার অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির।

একইদিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত উপজেলা সদরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে মাস্ক পরিধান না করার অভিযোগে দুই ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা আদায় করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির এ সময় ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। অভিযানে উপস্থিত ছিলেন থানার এসআই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: