বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শেরপুরে মোটরসাইকেলে মাদক পাচার, আটক ৩

শেরপুরে মোটরসাইকেলে মাদক পাচার, আটক ৩

মোটরসাইকেলে রকমারি মাদক পাচারকালে বগুড়ার শেরপুরে আন্তঃজেলা তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের নিকট থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় পঞ্চাশ বোতল ফেন্সিডিল ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  বিকেলে গ্রেপ্তারকৃতদের বগুড়ায় আদালতের হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (২০মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ অঞ্চলের সদস্যরা উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন একটি খাবার হোটেলের সামনে এই অভিযান পরিচালনা করেন।

এসময় ঢাকাগামী দুইটি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের তল্লাশি করা হয়। একপর্যায়ে উক্ত পরিমান মাদকদ্রব্যসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈ গ্রামের আব্দুল লতিফের ছেলে আতোয়ার রহমান (২৫), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কৃষ্ণনন্দ বকসী গ্রামের নজরুল ইসলামের ছেলে লায়ন ইসলাম (২০) ও একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে শাহারিয়ার আরাফাত শিমুল (২১)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, বৈশি^ক মহামারী করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে দূরপাল্লার সব বাস বন্ধ রয়েছে। তাই প্রয়োজনে সাধারণ মানুষ বিভিন্ন যানবাহনে চলাচল করছেন। আর এই সুযোগ নিয়েছেন চোরাকারবারিরা।

এরই ধারাবাহিকতায় মোটরসাইকেল যোগে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। বিষয়টি গোপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পেরে অভিযান চালান।

সেইসঙ্গে উক্ত পরিমান মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করতেও সক্ষম হন। তাদেরকে থানায় সোপর্দ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা নেওয়া হয়। অধিদপ্তরের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে এসব মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস