বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গাবতলীর পেরীদহ ইজারা সংক্রান্ত তদন্ত ও পরিদর্শন করলেন এডিসি

গাবতলীর পেরীদহ ইজারা সংক্রান্ত তদন্ত ও পরিদর্শন করলেন এডিসি

বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের অর্ন্তগত পেরীদহ জলমহাল ইজারা সংক্রান্ত বিষয়ে ৯আগষ্ট সোমবার সরেজমিনে গিয়ে তদন্ত ও পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মাসুম আলী বেগ।

এ সময় তাঁর সঙ্গে থেকে সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান, সার্টিফিকেট সহকারী আমিরুল ইসলাম, ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা সেলিম খান, সার্ভেয়ার আব্দুল খালেক।

এ সময় পেরীদহ জলমহাল ইজারা সংক্রান্ত দুই পক্ষের লোকজনও উপস্থিত ছিল। এডিসি মাসুম আলী বেগ সরেজমিনে তদন্ত ও পরিদর্শনকালে দুই পক্ষের কথা শোনেন এবং লিপিবদ্ধ করেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মাসুম আলী বেগ এর সাথে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান, পেরীদহ জলমহাল ইজারা সংক্রান্ত বিষয়ে এক পক্ষের অভিযোগের প্রেক্ষিতে সার্বিক বিষয়ে তদন্ত করা হচ্ছে, যা পরবর্তীতে প্রতিবেদন দেয়া হবে।

পেরীদহ জলমহাল ইজারা না পাওয়ায় অভিযোগকারী পেরীদহের পূর্বপাড়ের মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আজাহার আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, সরকারী নিয়ম অনুযায়ী পেরীদহ জলমহালটি আমরা ইজারা পাওয়ার কথা।

কিন্তু অনিয়ম তান্ত্রিকভাবে প্রতিপক্ষ পেরী পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর আব্দুর রহিম গং নিয়েছে। তবে আব্দুর রহিম গং যথাযথ নিয়ম অনুযায়ী জলমহালটি ইজারা নিয়েছে বলে জানিয়েছেন।

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ