শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চালু হলো সারিয়াকান্দি ও মাদারগঞ্জ ফেরি সার্ভিস

চালু হলো সারিয়াকান্দি ও মাদারগঞ্জ ফেরি সার্ভিস

বগুড়ায় ঐতিহাসিক সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জে সাথে যমুনা নদীতে (সীট্রাক) ফেরী সার্ভিস চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২ টায় সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাটে প্রধান অতিথি হিসেবে ফেরী সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মাদারগঞ্জ- মেলানদহ এলাকার সংসদ সদস্য   মির্জা আজম  ও বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা  মান্নান ।

ফেরী সার্ভিস উদ্বোধন শেষে জামথল ঘাট থেকে ফেরী নদী পার হয়ে দুপুর আড়াইটায় সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে এসে পৌঁছে। 

পরে সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর , বগুড়া জেলার ও মাদারগঞ্জ, সারিয়াকান্দি উপজেলার আওয়ামী লীগের  নেত্ববৃন্দ ।

ফেরী ঘাটের ইজাদার জাহিদুর রহমান উজ্জল জানান, ফেরীতে একশত আসনের যাত্রীদের বসার সিট রয়েছে । এ ছাড়াও কার, মাইক্রোবাস ,পন্যবাহী  মিনি ট্রাক  পারাপার  হবে । ফেরী সার্ভিস চালু হলে ৪৫ মিনিটে যাত্রীরা নদী পার হতে পারবে ।

বৃহত্তর ময়মনসিংহ জেলার সাথে বগুড়া জেলার যাতায়াত ব্যবস্থা সহজ হবে ।কাজলা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান  ও জামথল  কারিগরি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন ,ফেরী সার্ভিস চালু হলে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নত হবে ।   

ওই সময় দুই পারের হাজারো মানুষ সমবেত হয় ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে।

দৈনিক বগুড়া