বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার হাটফুলবাড়ি থেকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের বেতেরকান্দি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান করোনার টিকা নেওয়ার জন্য তার নিজ গ্রাম থেকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। দুপুর ১২টার দিকে কাটাখালী মসজিদ মোড়ে অটোরিকশাটির চালক নিয়ন্ত্রণ হারালে তিনি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাবতলীতে তিনি মারা যান।

অটোরিকশায় থাকা অপর পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- একই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাদিরা সুলতানা, মানিক মিয়ার স্ত্রী রুনা বেগম, আবু তালেবের মেয়ে মৌসুমী আক্তার, আবু বক্কর সিদ্দিকীর মেয়ে মরিয়ম আক্তার এবং রামচন্দ্রপুর গ্রামের নিশিকুরের ছেলে সাকিব আল হাসান। আহতদের মধ্যে নাদিরা সুলতানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস