মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে তিন আদর্শ গ্রামের পুকুরে পোনামাছ অবমুক্ত

আদমদীঘিতে তিন আদর্শ গ্রামের পুকুরে পোনামাছ অবমুক্ত

বগুড়ার আদমদীঘির তিনটি আদর্শ গ্রামের আওতায় পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এসব পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা সিনিয়র সহকারী মৎস্য পরিচালক মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) রায়হানুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, উপজেলা মৎস্য উৎপাদনকারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, স্থানীয় মৎস্য সম্প্রসারন প্রতিনিধি (লিফ) মিহির কুমার সরকারসহ নেতৃবর্গ।

উল্লেখ্যঃ চলতি অর্থ বছরে আদমদীঘির উপজেলা চত্বর পুকুর, বড়আখিড়া পশ্চিমসিংড়া, বিনাহালী আদর্শ গ্রাম পুকুরে ২৬৯ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: