শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বগুড়ার সোনাতলায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নির্দেশে এসআই ইয়ামিন আলী ও এসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ সেপ্টেম্বর উপজেলার বালুয়াহাট এলাকায় অভিযান চালান।

অভিযান পরিচালনাকালে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল ও একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাঁটকোল গ্রামের মরজেম আলীর ছেলে জাহিদ হোসেন(২৫) ও একই উপজেলার মুরাদপুর গ্রামের বজলুর রশিদের ছেলে ইমরান হোসেন(২৭)।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধিন। ১৫ সেপ্টেম্বর সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: