বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বগুড়ায় হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বগুড়ায় হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বগুড়ায় ২০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার বিকাল ৩টার দিকে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শেরপুর পোদ্দারপাড়া এলাকার মৃত আলাউদ্দিন পোদ্দারের ছেলে  তাজু পোদ্দার (৫৫) এবং তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)।

র‍্যাবের দাবি গ্রেফতারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান,  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা  হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: