বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

শিবগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

আসন্ন বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবাদ ও সুষ্ঠু নির্বাচন জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকল প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে আশাবাদী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. মাহবুব শাহ্। শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা সামিউল ইসলাম, সারওয়ার জাহান, আল মুজাহিদ সরকার।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসকেন্দার আলী সাহানা, আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গফুর মন্ডল, রায়নগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম সফি, বিহার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুহিদুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান, জুলফিকার হাসান শাওন, কিচক ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, জাপা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জামিরুল ইসলাম রনি, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম চঞ্চল, জাপা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন মন্ডল, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নানসহ ১১টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা প্রার্থীবৃন্দ।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস