বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুনটে আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাংচুর

বগুড়ার ধুনটে আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাংচুর

বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের এক প্রার্থীর অফিস ভাংচুর ও তোরণে আগুন দেয়ার অভিযোগ উঠছে। সোমবার রাতে গোপালনগর ইউনিয়নের মহিশুরা ও কালিতলা বাজারের এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন একজন করে। উপজেলা গোপালনগর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন শাহ আলম। তিনি গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

এছাড়াও ওই ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আনোয়ারুল ইসলাম। তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। প্রার্থীরা প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকে এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ অবস্থায় সোমবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত নৌকার প্রতীকের মহিশুরা ও কালিতলা বাজারে দুটি নির্বাচনী অফিস ভাংচুর এবং কালিতলায় নৌকার তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহ আলমের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম ও তাঁর কর্মী সমর্থকেরা প্রতিহিংসা করে তাঁর দুটি নির্বাচণী কার্যালয়ে ভাংচুর চালিয়েছে। এছাড়াও নৌকা প্রতিকের একটি তোরনে আগুন দিয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস