মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। শহরের শহীদ টিটু মিলনায়তনে আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাগর কুমার রায়, তৌফিক হাসান ময়না, শুভাশীষ পোদ্দার লিটন,সুলতান মাহমুদ খান রনি, এএফএম মাইসুল তোফায়েল কোয়েল, মোঃ আব্দুল্লাহ আল মামুন মিলু, মোঃ তাজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। এর পর সদ্য নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেরা প্রশাসক মোঃ জিয়াউল হক।

অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল মান্নান মন্ডল, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শুভাশীষ পোদ্দার লিটন, নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আব্দুল হামিদ মিটুল,

সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোটর মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন,বগুড়া মে,াটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সত্যিকারের গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে। এই নির্বাচন নিয়ে বড় ধরনের অচলাবস্থা ছিলো, কিন্তু তা কেটে গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে। তিনি নির্বাচন পরিচালনা কমিটির সদল সদস্যের ভ’য়সী প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দৃষ্টান্তমূলক নির্বাচন হয়েছে। তিনি নির্বাচনের সাথে জড়িত সকলকে অভিনন্দন জানান। প্রধান অতিথি শ্রমিকদের মাদক থেকে দূরে থাকার আহবান জানান।

একই সাথে নয়া নেতৃবৃন্দকে শ্রমিকদের একটা ড্যাটাবেইজ তৈরি করার তাগিদ দেন। তিনি বলেন, শ্রমিকদের ড্যাটাবেইজ তালিকা থাকলে করোনার সময় সকলকে প্রধানমন্ত্রীর সহায়তা দেওয়া সম্ভব হতো। তিনি আগামীতে ড্যাটাবেইজ তৈরি করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

দৈনিক বগুড়া

সর্বশেষ: