মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বগুড়া সেনানিবাসে ২য় রানার কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

বগুড়া সেনানিবাসে ২য় রানার কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

বগুড়া গলফ ক্লাবের সার্বিক তত্বাবধানে বগুড়া সেনানিবাসে ২য় রানার কাপ গলফ টুর্নামেন্ট -২০২২ এর সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল একেএম নাজমুল হাসান এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৮ মার্চ থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৩০ জন গলফার অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: