মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ইয়াবা বিক্রিকালে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় ইয়াবা বিক্রিকালে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে মরণনেশা ইয়াবা বিক্রিকালে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে আড়াইশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (০৯এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাদারীপুর জেলার সদর উপজেলার লক্ষীপুর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে রাজিব ব্যাপারি (২৭), বগুড়া সদর উপজেলার নওদাপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে সজিবুর রহমান (২৬) ও একই এলাকার গোলাম হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮)।শেরপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক কারবারি দলের সক্রিয় সদস্য। তারা মরণনেশা ইয়াবার একটি বড় চালান এনে শুক্রবার (০৮এপ্রিল) রাত আটটার দিকে শেরপুর শহরের ধনুটমোড় এলাকায় কেনাবেচা করছিল। বিষয়টি গোপনে জানতে পেরে তিনি সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। একপর্যায়ে ইয়াবা বিক্রিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তাদের শরীর তল্লাশী করে ২৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: