বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় এই বছরে রেকর্ড ৮৮.৬ কি.মি বেগে ঝড়

বগুড়ায় এই বছরে রেকর্ড ৮৮.৬ কি.মি বেগে ঝড়

বগুড়ার ওপর দিয়ে এই মৌসুমের সর্বোচ্চ ৮৮.৬ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। শনিবার (২১ মে) ভোরে কালবৈশাখীর প্রভাবে ঝড় হয়৷ বগুড়া আবহওয়া অধিদপ্তরের এই তথ্য নিশ্চিত করেছেন। 

বগুড়া আবহওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জয়যুগান্তরকে জানান, ভোর ৪ টা থেকে ৪টা ৪ মিনিটে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮৮.৬ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিবেগ। এছাড়াও শনিবার ভোরে সংগঠিত হওয়া এই ঝড়ে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তিনি আরাও জানান, আজকের দিনের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে। শনিবারেও বগুড়ায় বৃষ্টি হতে পারে বলেন জানান এই কর্মকর্তা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: