সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সোনাতলা সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে তিনদিনব্যাপী চরক মেলা অনুষ্ঠিত

সোনাতলা সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে তিনদিনব্যাপী চরক মেলা অনুষ্ঠিত

বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে হিন্দু ধর্মালম্বীদের তিনদিনব্যাপী চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই মেলার ৭জুন মঙ্গলবার শেষ দিনে মেলার আকর্ষণ ছিল চড়ক খেলা।

কাহালু উপজেলার অশোরাজ ও নন্দীগ্রাম উপজেলার সঞ্জয় গোপাল পিটের দুই বাহুতে চামড়ার সঙ্গে বরশি লাগিয়ে ৫০ফিট উপরে উঠে চড়ক চালিয়ে দর্শক মাতিয়ে তোলে। খেলা দেখার জন্য আশপাশের হাজার হাজার নারী-পুরুষ উপচে পড়া ভিড় জমায়। এসময় সোনাতলা থানার তদন্ত ইনেপ্সপেক্টর কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

বাবু সিংহ এর সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির উদ‍্যো কাচারীবাজার মন্দিরে আয়োজনে খেলায় নাগরদোলা, সাইকেল খেলা, লাঠি খেলাসহ মেলায় নানা পসরা সুসজ্জিত হয়ে ওঠে। মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, বাবু চন্দ্র রায়, বাবু শরৎ চন্দ্র রায়, বাবু বিমল চন্দ্র রায়সহ স্বেচ্ছাসেবীরা মেলা নিরাপত্তা বিধানে নিয়োজিত ছিল। চড়ক খেলায় ওই দুই যুবকের সঙ্গে চরক ঘুরানো দর্শকদের মাতিয়ে তোলে এ সময় সনাতন ধর্মালম্বীদের ঢাক ঢোলবাজিয়ে উলুধ্বনিএলাকা মুখরিত হয়ে ওঠে

দৈনিক বগুড়া

সর্বশেষ: