শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার শুভ সূচনা

শাজাহানপুরে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার শুভ সূচনা

‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরে প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৯ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও বাসভবনে গণনা মধ্যে দিয়ে এ কর্মসূচির শুরু করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ শুমারিতে তথ্য প্রদানের মাধ্যমে উপজেলা ব্যাপী ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুভ সুচনা করেন। উপজেলা জনশুমারি সমন্বয়কারী জাহিদ হাসান জানান, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত উপজেলায় সপ্তাহব্যাপী জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে।এজন্য উপজেলাকে ৮টি জোনে ভাগ করা হয়েছে। এসব এলাকায় শুমারি গণনায় মোট ৮১৪ জন গণনাকর্মী এবং ১৪৬ জন সুপারভাইজার মাঠ পর্যায়ে কাজ করছে। এছাড়া প্রত্যেক জোনে একজন আইটি সুপারভাইজার এবং একজন জোনাল অফিসার কাজ করছে।

দৈনিক বগুড়া