বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে এই প্রথম বিশাল গরু ছাগলের হাট উদ্বোধন

সারিয়াকান্দিতে এই প্রথম বিশাল গরু ছাগলের হাট উদ্বোধন

বগুড়ার সারিয়াকান্দিতে প্রথমবারের মতো উদ্বোধন হয়েছে গরু ছাগলের হাট। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথমবারের মতো এটি ভিন্ন উদ্যোগ। হাটটির নামকরণ করা হয়েছে সারিয়াকান্দি পৌর হাট। শনিবার এবং মঙ্গলবার সপ্তাহের এ ২ দিন দুপুর হতে লাগবে এই হাট।

সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, নতুন এ হাটে দুপর ২ টায় শ’খানেক গরু এবং প্রায় ৩ শত এর বেশি ছাগল উঠেছে। হাট উদ্বোধন উপলক্ষ্যে হাটসংলগ্ন পূর্ব প্বার্শে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

হাটের প্রধান আকর্ষণ হলো ৪৫ কেজি ওজনের সুদর্শন গারল। গারলের মালিক সবুজ মিয়া এর দাম হাকিয়েছেন ৬০ হাজার টাকা। তবে তার দাবি গারলটি ৪৫ হাজার টাকা পর্যন্ত দাম হাকিয়েছেন ক্রেতারা। ৫৫ হাজার টাকা দাম উঠলে তিনি গারলটি বিক্রি করবেন।

হাটের সদ্য গরু ক্রয় করা ক্রেতা মিঠু মিয়া জানান, ৮৫ হাজার টাকা দিয়ে তিনি একটি দেশী জাতের ষাঁড়গরু ক্রয় করেছেন। গরুটি অন্যান্য হাটের তুলনায় সস্তায় ক্রয় করেছেন বলে তিনি মনে করেন। তিনি বলেন, এখানে গরু ক্রয় করে আমি খুবই আনন্দিত। ইজারাদার গরু প্রতি মাত্র ৩০০ টাকা ফি নিয়েছেন।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি বলেন, স্বাধীনতা পরবর্তী সারিয়াকান্দিতে গরু ছাগলের হাট একটি যুগান্তকারী পদক্ষেপ। যার মধ্য দিয়ে সারিয়াকান্দিবাসীর দীর্ঘদিনের একটি চাওয়া পূরণ হলো। হাটে ক্রেতা এবং বিক্রেতাদের সকল ধরনের সুবিধার ব্যবস্হা করা হয়েছে।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস