মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ধুনটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

ধুনটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার ধুনটে ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রত্যেক কৃষককে  ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কৃষি অফিস প্রাঙ্গনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমিন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর-নাহার, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌর চন্দ্র দত্ত, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শরিফুল ইসলাম খান ও ধুনট উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: