বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শৌখিন পাখি পালনে স্বাবলম্বী হুমায়ুন, মাসিক আয় ৬০ হাজার টাকা!

শৌখিন পাখি পালনে স্বাবলম্বী হুমায়ুন, মাসিক আয় ৬০ হাজার টাকা!

বগুড়া জেলার শেরপুর উপজেলার পাখি পালন করে স্বাবলম্বী হয়েছেন হুমায়ুন কবির। ২০১০ সালে ৫ হাজার টাকার পুঁজি নিয়ে তাঁর খামারের শুরু করলেও বর্তমানে তার খামারে ২৫ থেকে ৩০ লাখ টাকার পাখি আছে। তাকে দেখে এলাকার অনেক বেকার যুবকরা পাখি পালনে আগ্রহী হচ্ছেন।

জানা যায়, বাবা শিক্ষক আব্দুল কাদের মজনুর কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে বাড়িতেই খামার বানিয়ে ২ জোড়া বাজরিগর ও কিছু ফিঞ্চ পাখি কেনেন। ধীরে ধীরে এটি বাণিজ্যিক খামারে পরিণত হয়। বর্তমানে তাঁর খামারে সহস্রাধিক বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। শখের এই খামার থেকেই সব খরচ বাদে প্রতি মাসে আয় করছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা।

হুমায়ুন কবির বলেন, আমার খামারে লাভবার্ড, বাজরিগর, ককাটেল, জাভা, বিদেশি ঘুঘু, ফিঞ্চ, ডায়মন্ড, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার পাখি রয়েছে। এসব পাখির বাজারমূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা। সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা দামের পাখি আছে আমার খামারে।

তিনি আরও বলেন, খামারে প্রতি মাসে পাখির জন্য ১৫ থেকে ২০ হাজার টাকার খাবার কিনতে হয়। আর পাখি বিক্রি করে থাকেন ১ লাখ ১০ থেকে ২০ হাজার টাকার। সব খরচ বাদে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান বলেন, এই উপজেলায় শৌখিন পাখির খামার গড়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। বেকার তরুণ-তরুণীদের পাশাপাশি চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও খামার গড়ে তুলেছেন। এটি একটি লাভজনক সেক্টর। তাই তাঁর দপ্তর থেকে এসব পাখি পালনে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে খামারের পাখি অসুস্থ হলে চিকিৎসার ওষুধও বিনা মূল্যে দেওয়া হয় বলে জানান তিনি।

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস