মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ:দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ:দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে দুই হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দির প্রাঙণে বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী অশোক রায়ের পক্ষ থেকে এসব শাড়ি-লুঙ্গি দেওয়া হয়।  এতে প্রধান অতিথি ছিলেন-বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

অত্র মন্দির পরিচালনা কমিটির নেতা দিলীপ কুমার দেবের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার, ভবানীপুর মন্দির কমিটির নেতা এড. নরেশ মুখার্জি, হিন্দু ধর্মীয় নেতা অমৃত লাল সাহা, সনাতন দাস, চন্দন চক্রবর্তী, পরিমল দত্ত, সুরেশ চৌহান, তপন ব্যানার্জি, অরুপ চক্রবর্তী প্রমূখ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিরা স্থানীয় এলাকার দুই হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: