মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় বিজ্ঞান সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় বিজ্ঞান সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জ্ঞানের গল্পে বিজ্ঞান সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞান সভা ও কুইজ প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেরিটেজ ট্রাভেলার ও শিক্ষক এলিজা বিনতে এলাহী, মাউন্টেনার সাইক্লিষ্ট এন্ড এক্সপ্লোরার গণিত শিক্ষক ভারতেশ্বরী হোসর্ম মির্জাপুর টাঙ্গাইলের সোহাগ বিশ্বাস, বাংলাদেশ বেতার ঢাকার উপস্থাপক সজীব দত্ত।

বিজ্ঞান সভায় আমন্ত্রিত অতিথিরা তাঁদের বিজ্ঞান ভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভীন প্রমুখ। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ বেতার ঢাকার উপস্থাপক সজীব দত্ত। এসময় উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবী। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

দৈনিক বগুড়া

সর্বশেষ: