বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে আমন ক্ষেতের রোগ বালাই দমনে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নন্দীগ্রামে আমন ক্ষেতের রোগ বালাই দমনে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে মাঠে মাঠে রোপা আমন ধানের রোগ ও পোকামাকড় দমনে কৃষকদের মাঝে  জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের উদ্যোগেগত ২৪শে অক্টোবর (সোমবার) দিনব্যাপী নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভাটরা, খরনা, রঞ্জয় তেঘর, দোপুকুরিয়া, নাগড়া, পন্ডিতপুকুর এলাকায়  রোপা আমন ধানের ব্লাষ্ট রোগ ও বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) দমনের জন্য উক্ত এলাকার কৃষকদের মাঝে জনসচেতনতামুলক  লিফলেট বিতরণ করেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নাজমুল হক।

সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি দোপুকুরিয়া গ্রামের কৃষক মোঃ নাজিম উদ্দিন, থালতাপাড়া গ্রামের কৃষক রঞ্জু মিয়া, খরনা গ্রামের কৃষক রহিম বাদশা, ভাটরা গ্রামের কৃষক আব্দুল জলিল, আলহাজ্ব লোকমান হোসেন, ফিরোজ মিয়া, আরিফ, রঞ্জয় তেঘর গ্রামের কৃষক দুলাল হোসেন, শাহাদত, মামুন আরিফসহ অন্যান্য কৃষকদের সাথে মতবিনিময় করেন। ঐ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, রোপা আমন ক্ষেত রোগ-বালাই এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে হলে আপনাদের সকল কৃষকদের সচেতন হতে হবে। প্রতিদিন আমন ধানক্ষেত পরিদর্শন করতে হবে, কিছুদিন পর পর কীটনাশক স্প্রে করতে হবে। প্রতি ১বিঘা জমিতে কমপক্ষে ৪ ঢোল করে পানি দিতে হবে। তবেই রোপা আমন ধানক্ষেতে রোগ-বালাই এবং পোকামাকড়ের আক্রমণ কম হবে, কাঙ্ক্ষিত ফসল উৎপাদন সম্ভব হবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: