বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে কৃষকদের ধান বীজ ও সার বিতরণে সাহাদারা মান্নান এমপি

সারিয়াকান্দিতে কৃষকদের ধান বীজ ও সার বিতরণে সাহাদারা মান্নান এমপি

বগুড়ার সারিয়াকান্দিতে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  উফসী ও হাইব্রিড ধান বীজ এবং সার বিতরণ  করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া ১-আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
 
এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার কুদরত আলী।
 
এ উপজেলায় ৪ হাজার ২’শ কৃষকের মাঝে ৫ কেজি উফশী ধান বীজ ও ২০ কেজি করে সার এবং ৫ হাজার কৃষকের মাঝ ২ কেজি করে হাইব্রীড ধান বীজ  বিনামূল্যে বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: