
বগুড়ার নন্দীগ্রামে ২০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার এলাকায় এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকরা হলেন, ধুন্দার খাসপাড়ার সুলতান হোসেন (২৬), ধুন্দার স্কুল পাড়ার আলী আজম (২২) ও জাকারিয়া হোসেন (১৯)।
পুলিশ জানায়, সকালে থানার উপপরিদর্শক শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ধুন্দার হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আজ দুপুরে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়।
দৈনিক বগুড়া