বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ার আদমদীঘিতে মাতৃ ও শিশুর মৃত্যুরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে মাতৃ ও শিশুর মৃত্যুরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে মাতৃ ও শিশুর মৃত্যুরোধ, বাল্যবিয়ের কুফল, তামাক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি, করোনা প্রতিরোধ. শরীর চর্চা ও সুস্থ্য জীবন ব্যবস্থা বিষয়ে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১০ টায় আদমদীঘি হাসপাতাল সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপতিত্বে কর্মশালায় বিষয় ভিক্তিক বক্তব্য রাখেন, ডেন্টাল সার্জন ডা: শুভজিত কুমার কুন্ডু, মেডিকাল অফিসার শেখ মাহবুব হোসেন, বগুড়া সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মাহবুবা খাতুন,আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, ইউপি সদস্য নাজিম উদ্দিন, সারোয়ার হোসেন প্রমুখ। বগুড়ার সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে এই  কর্মশালায় মসজিদের ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: