সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গাবতলীতে বিনামূল্যে বীজ সার ও পাটবীজ বিতরণ

গাবতলীতে বিনামূল্যে বীজ সার ও পাটবীজ বিতরণ

২৩ মার্চ বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট ও উফসী আউস ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, মজিবর রহমান আলতাব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দু, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাসুম কবীর, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার আহম্মেদ ও পূজা চেরি, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, মোস্তাফিজার রহমান প্রমুখ। উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান স্থানীয় সাংবাদিকদের জানান, মোট ২হাজার ৫’শ জন কৃষক ১বিঘা জমির জন্য জনপ্রতি ৫কেজি আউস উফসী বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, এবং ১হাজার পাটচাষীদের মাঝে জনপ্রতি ১বিঘা জমির জন্য ১ কেজি করে পাটবীজ প্রদান করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: