বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গাজর চাষে অল্প সময়ে ভালো ফলন এবং বেশি লাভ হচ্ছে

বগুড়ায় গাজর চাষে অল্প সময়ে ভালো ফলন এবং বেশি লাভ হচ্ছে

 

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর মোতাবেক, জেলা সদর, সোনাতলা, গাবতলী, সারিয়াকান্দি ও শিবগঞ্জ উপজেলায় গাজর চাষ করা হয়। এক বিঘা জমিতে গাজর চাষ করে ফলন উঠানো পর্যন্ত কৃষকের খরচ পড়ে ৩২-৩৪ হাজার টাকা। ফসল উঠানোর সময় কৃষক এক বিঘা জমির গাজর বিক্রি করতে পারে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। সেখানে চলতি বছর গাজর চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩০ হেক্টর জমিতে।

এক বিঘা জমি থেকে কৃষক ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ করতে পারে। গাজরের বীজ বপন করার পর আড়াই থেকে তিন মাসের মধ্যে ফসল উঠানো যায়।

এদিকে,  অল্প সময়ে ভালো ফলন এবং বেশি লাভ হওয়ায় বগুড়ায় গাজর চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। একারণে গত ৫ বছরে বগুড়ায় গাজর চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। এপর্যন্ত জেলায় ১১২ হেক্টর জমিতে গাজর চাষ করা হয়েছে। গত ৫ বছর আগে ২০১৬ সালে বগুড়ায় ৮৫ হেক্টর জমিতে গাজর চাষ করা হয়েছিল।

বগুড়া সদরের মানিকচক গ্রামের এক জানান, তিনি ২৬ শতক জমিতে এবারই প্রথম গাজরের চাষ করেছেন। গাজর চাষে পরিশ্রম কম। গ্রামের আরও বেশ কিছু কৃষক গত কয়েক বছরে গাজর চাষ করে লাভবান হয়েছেন। যে কারণে তিনিও লাভের আশায় জমিতে গাজরের বীজ বুনেছেন। যদি ফলন ভালো হয় এবং দাম ভালো পায় তাহলে আগামী বছর তিনি গাজর চাষে জমি বাড়াবেন।

একই গ্রামের আরেক কৃষক জানান, তিনি গত ৫ বছর যাবত গাজর চাষ করছেন। এবারও তিনি দেড় বিঘা জমিতে গাজর লাগিয়েছেন। তিনিই প্রথম ওই এলাকায় গাবতলী উপজেলার এক ব্যক্তির পরামর্শে গাজর চাষ করেন। তার দেখাদেখি গ্রামের অনেকেই এখন গাজর চাষ করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শাহাদুজ্জামান জানান, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত গাজর চাষের উপযুক্ত সময়। তিন মাস পর ফসল মাঠ থেকে উঠানোর উপযোগী হয়। এতে ফলন বেশি। তবে কেউ কেউ ৫০ থেকে ৫৫ দিনের মধ্যেও ফসল উঠায়।

এ বছর লক্ষ্যমাত্রা আছে ১৩০ হেক্টর জমি। তবে আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গাজর চাষ হবে। যেহেতু সারা বছরই গাজরের ভালো বাজার থাকে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস