মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সিএইচসিপি এসোসিয়েশনের আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

বগুড়ায় সিএইচসিপি এসোসিয়েশনের আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

গ্রামীন জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার মূল চালিকা শক্তি কমিউনিটি ক্লিনিক জাতিসংঘ কর্তৃক অসামান্য উদ্ভাবনী “দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ" হিসেবে স্বীকৃতি পাওয়ায় বগুড়া জেলা সিএইচসিপি এসোসিয়েশন কর্তৃক আয়োজিত আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ৩ টায় সিএইচসিপি সংগঠনের জেলা আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান পয়েট এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আৰু সুফিয়ান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বগুড়া জেলা বিএমএ'র সভাপতি ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু, বিএমএ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও শজিমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল, বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, বহুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ সামির হোসেন মিশু এবং ইউএইচ এন্ড এফপিও ফোরামের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সম্পাদক ও ধুনট উপজেলা স্বাস্থ্য ও পাপা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল ইসলাম ও বিভিন্ন উপজেলার ইউএইচএফপিও মহোদয়গণ এবং সিএইচসিপি আফাজ উদ্দিন লিটন, আব্দুল কুদ্দুস পলাশ, ইসরাইল হোসেন, ওমর ফারুক, সৈয়দ রাসেল বাবু, সোহেল রানা, মাহবুবা মোস্তারী সন্ধ্যা, মৌসুমি, মাসুদ রানা, রাব্বী ফারুক, মিজানুর রহমান, রাশেদুল হক, রবিউল ইসলাম, আবু জাহিদ, আপেল মাহমুদ, মাহমুদুল হাসান, জিয়াউর রহমান, রশিদুল ইসলামসহ এবং সকল সিএইচসিপিগণ উপস্থিত ছিলেন।

বক্তাগন জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনে কমিউনিটি ক্লিনিক হতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরো সুদূর প্রসারী ভূমিকা রাখবে বলে বক্তাগন আশা প্রকাশ করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: