বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বগুড়ায় ইয়াবাসহ আটক ১

বগুড়ায় ইয়াবাসহ আটক ১

সংগৃহীত

বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭০ পিচ ইয়াবাসহ মোঃ রিয়াজুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। সে কুড়িগ্রাম জেলার সদর থানার চেরেঙ্গা এলাকার মৃত পনির উদ্দিনের ছেলে। রোববার ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা সাজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১২ বগুড়া এর কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার হইতে কুড়িগ্রামগামী একটি কুড়িগ্রাম এ আর ট্রাভেলস পরিবহনে যাত্রীবেশে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করিতেছে।এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ টিএমএস স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রিয়াজুল ইসলাম (৩৪) কে ৪৭০ পিচ ইয়াবা, ১টি মোবাইল এবং ১টি সীমসহ আটক করা হয়। গ্রেফতারকৃত রিয়াজুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ: