সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের জেল

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের জেল

সংগৃহীত

বগুড়া সারিয়াকান্দিতে বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৭দিনের ও তিনজনকে ৩ দিনের করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙালি নদীর তীরে এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চরগোসাইবাড়ী এলাকার হাবিজার রহমানের ছেলে বাবু (৩৮) কে ৭দিনের ও একই এলাকার মৃত নজির মিয়ার ছেলে বাদশা মিয়া, নয়া মিয়ার ছেলে টিপু মিয়া(৪০), এবং নিউ সোনাতলা এলাকার আনসার আলীর ছেলে বেলাল মন্ডল (৩৮) কে ৩দিনের করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

তিনি জানান, বাঙালি নদীর তীর থেকে অবৈধভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করছে- এমন সংবাদের ভিত্তিতে বিকেলে বাঙালি নদীর রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় একজনকে ৭দিনের ও ৩জনকে তিনদিনের কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ: