সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

সারিয়াকান্দিতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

সারিয়াকান্দিতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

সংগৃহীত

সারিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা সচেতনতামূলক সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (খাদ্যভোক্তা সচেতনতা, ঝুঁকি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিভাগ) পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, শিক্ষা অফিসার গোলাম কবির প্রমুখ।

সর্বশেষ: