বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মুজিব নগর দিবসের আলোচনা সভা‍য় রিপু এমপি

বগুড়ায় মুজিব নগর দিবসের আলোচনা সভা‍য় রিপু এমপি

সংগৃহীত

মুজিব নগর দিবস উপলক্ষ্যে বুধবার বেলা ১২ টায় “ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা বগুড়া জেলা প্রশাসকে সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সভায় প্রধান অতিথি বলেন, আমাদের একটি বর্ণাঢ্য ইতিহাস আছে। মহান মুক্তিযুদ্ধকে পাকিস্থান ও এদেশের দোষরা মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদি বলে অপপ্রচার চালাচ্ছিল। মুজিব নগর দিবস বাঙালী জাতির পরাধীনতার শৃংখলমুক্তির ইতিহাস। ১৯৭১ সালের ১০ এপ্রিল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা পত্র পাঠ করা হয়। এরই ধারবাহিকতায় ১৭ এপ্রিল মেহেরপুর জেলায় এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা স্বাধীন বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকার শপথ গ্রহন করেন।

সভার সভাপতি বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ করে যে দেশ আমরা পেয়েছি তার সঠিক ইতিহাস বর্তামান প্রজন্মকে জানাতে হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৭ এপ্রিল কোন দিবস তা কোন প্রার্থী বলতে পারেনি। এ জন্য আমাদের বাংলাদেশের ইতিহাসকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমদের স্বাধীনতা যুদ্ধ এমনি এমনি আসেনি। এর সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুশিল সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার আলী, জেলা সিভিল সার্জন মোহম্মদ শফিউল আজম, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, বাসস এর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস