বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘিতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর বক্তারপুর ইউপির আতাইকুলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকির হোসেন (৩০) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার হাউজিং কলোনী মহল্লার মো. খলিলের ছেলে কাজল (২২)। 

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকায় ঘরোয়া খাবারের হোটেলের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি নাম্বার বিহীন সিনএনজিতে তল্লাশী করে ২৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।