সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গালী ব্রীজের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ ফারুকের পুরাতন ছ’মিলের সামনে থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাড়ইপাড়া গ্রামের মোফাজ্জল আকন্দের ছেলে মোঃ রাব্বি মিয়া (২১) ও আন্দরবাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে মোঃ শাকিব হাসান (২৫)। এসময় আসামিদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।