রোববার, ১৬ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

কাহালুতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

কাহালুতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

সংগৃহীত

বগুড়ার কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মালঞ্চায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের বাস্তবায়িত প্রদর্শণীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।

উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মনিটরিং অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, বগুড়ার বীজ প্রত্যায়ন এজিন্স বহি অঙ্গন অফিসার আদনান বাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. মীর কাশিম আলী, মালঞ্চা ইউ পির প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান সাঞ্জু, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মাসুদ রানা, উপ-সহকারি কৃষি অফিসার মো. আল আমিন প্রমূখ।

প্রধান অতিথি কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির উপর বিস্তারিত আলোচনা করেন। 

সর্বশেষ: