বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বেসরকারি হাসপাতাল গুলকে করোনা রোগীর চিকিৎসা করার জন্য বলা হয়েছে

বেসরকারি হাসপাতাল গুলকে করোনা রোগীর চিকিৎসা করার জন্য বলা হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের পক্ষ থেকে যখন করোনা রোগের চিকিৎসা করার জন্য বলা হয়েছে। তখন চিকিৎসা বাবদ অস্বাভাবিক টাকা দাবি করেছে বেসরকারি হাসপাতাল। বেসরকারি একটি হাসপাতাল মাসে ১৭ কোটি টাকা দাবি করেছে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য। একই সঙ্গে ডাক্তার-নার্সদের থাকা খাওয়ার জন্যও বলা হয়েছে। 

শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, এটা খুবই দুঃখজনক বেসরকারি হাসপাতালগুলো যেভাবে করোনা রোগীর চিকিৎসা দেয়ার জন্য এগিয়ে আসা দরকার ছিলো, সেভাবে আসেনি। অনেকগুলো হাসপাতাল আছে, যারা নিজেরাই বন্ধ করে রেখেছেন। এসব হাসপাতালে করোনা রোগীকে চিকিৎসা তো দূরের কথা অন্যদেরও ঠেলে দেয়ার পায়তারা করছে। এগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি।

বেসরকারি হাসপাতাল করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা না দেয়া অমানবিক উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এটি অত্যন্ত অমানবিক আচরণ। হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় মানুষের সেবা করার জন্য, কিন্তু হাসপাতাল যদি হয় বাণিজ্যিক উদ্দেশ্য তাহলে মানুষের সেবা করা কঠিন। সরকারের পক্ষ থেকে যখন করোনা রোগের চিকিৎসা করার জন্য বলা হয়েছে। তখন চিকিৎসা বাবদ অস্বাভাবিক টাকা দাবি করেছে বেসরকারি হাসপাতাল। বেসরকারি একটি হাসপাতাল মাসে ১৭ কোটি টাকা দাবি করেছে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া জন্য। একই সঙ্গে ডাক্তার-নার্সদের থাকা খাওয়া জন্য বলা হয়েছে। এটি অস্বাভাবিক।

বেসরকারি হাসপাতাল গুলো চিকিৎসা সেবায় এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, এসময় আমি আশা করবো বেসরকারি হাসপাতালগুলো সেবার মন মানসিকতা নিয়ে এগিয়ে আসবে। বাণিজ্যিক মন-মানসিকতা পরিত্যাগ করবে।

কিছু কিছু বেসরকারি হাসপাতালের ব্যতিক্রম আছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানান। অন্য বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

দৈনিক বগুড়া

শিরোনাম:

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় কোল্ড ষ্টোরকে অর্ধলাখ টাকা জরিমানা
বগুড়ার সান্তাহারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর আ.লীগ
রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ