মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ছোট্ট একটি আমলের বিশেষ তিন মর্যাদা

ছোট্ট একটি আমলের বিশেষ তিন মর্যাদা

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিমরা কত কিনা করেন। কিন্তু জানলে অবাক হবেন যে, একটি ছোট্ট ও সহজ আমলের মাধ্যমে ৩টি বিশেষ মর্যাদা লাভ করা সম্ভব। মুমিন মুসলমানের জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আর কী হতে পারে!

কোনো মুসলিম যদি নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর একবার দরূদ শরিফ পড়ে মহান আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ ৩টি নেয়ামতে পুরস্কৃত করেন। কী সেসব নেয়ামত? চলুন জেনে নেয়া যাক-

প্রথমেই ছোট্ট একটি দরূদ পড়েই আমলটি শুরু করি। তা হলো-

صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّم

‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’

রাসুলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানে প্রতিটি দিন-রাত সময়-সুযোগ হলেই তাঁর প্রতি দরূদ পড়া জরুরি। এ দরূদেই মিলবে ৩টি বিশেষ মর্যাদা। যে মর্যাদার কথা ওঠে এসেছে প্রিয় নবির হাদিস মোবারকে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে আমার ওপর একবার দরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর-

> ১০টি রহমত নাজিল করবেন;

> ১০টি গোনাহ ক্ষমা করে দেবেন এবং

> ১০টি রহমতের দরজা খুলে দেবেন।’ (মুসনাদে আহামদ, নাসাঈ)

উম্মতে মুহাম্মাদির জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে! দরূদ ছোট হোক বড় হোক মহান আল্লাহ ওই বান্দার ১০টি গোনাহ ক্ষমা করে দেবেন। ১০টি রহমত নাজিল করবেন। ১০টি রহমতের দরজা খুলে দেবেন বা মর্যাদা বাড়িয়ে দেবেন।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, ছোট-বড় অনেক দরূদ আছে। যে যেটি পারবে সেটিই পড়বে। মূল কথা হলো প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরূপ পড়ে হাদিসে ঘোষিত বিশেষ ৩টি ফজিলত ও মর্যাদা পাওয়ার সর্বাত্মক চেষ্টা করা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বছরজুড়ে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে বেশি বেশি দরূদ পড়ার তাওফিক দান করুন। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: