সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়রথ অব্যাহত

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়রথ অব্যাহত

ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বে অব্যাহত আছে ব্রাজিলের জয়রথ। ভেনিজুয়েলার বিপক্ষে শুক্রবার ৩-১ গোলে জিতেছে সেলেসাওরা। এবারের বাছাইপর্বে ৯ ম্যাচে এটি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের নবম জয়।

ম্যাচের একাদশ মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ভেনিজুয়েলা। ডান দিক থেক সোতেলদোর ক্রস পেনাল্টি স্পটের কাছে ঠেকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান মার্কুইনোস ও ফাবিনহো। অরক্ষিত হয়ে পড়া এরিক রামিরেস বাকিটা অনায়াসে সারেন। এখানে গোলরক্ষক আলিসনের তেমন কিছুই করার ছিল না।

এগিয়ে থেকেই বিরতিতে যায় ভেনিজুয়েলা। তবে বিরতির পর নতুন রূপে ধরা দেয় ব্রাজিল। ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে তারা। এর ফল মেলে ৭১ মিনিটে। রাফিনহার কর্নারে সবার উপর লাফিয়ে জোরালো হেড করে লক্ষ্যভেদ করেন মার্কুইনোস। 

৮৫তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে এগিয়ে নেন বারবোসা। তাকেই অস্কার গনসালেস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সফরকারীরা। ছয় মিনিট পর ভেনিজুয়েলার হার নিশ্চিত করেন অ্যান্থনি। 

৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করেছে ব্রাজিল। সেই সঙ্গে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আরো কাছে পৌঁছে গেছে তিতের দল।

দিনের অন্য ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দলটি। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ভেনিজুয়েলা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: