শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মুশফিককে বিসিবির কারণ দর্শানোর নোটিশ

মুশফিককে বিসিবির কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে অভিমানের সুরে বেশ কিছু গণমাধ্যমে কথা বলেছিলেন মুশফিকুর রহিম। সিনিয়র ক্রিকেটারের এই কাজটি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে বোর্ড থেকে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান হয়েছে।

টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুশফিক। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে মাঠে ফিরেছে দল। তবে এই সিরিজের দলে নেই মুশফিক।

দল ঘোষণার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা চারটি ম্যাচকে সামনে রেখে মুশফিককে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

কিন্তু প্রধান নির্বাচকের এই কথার আপত্তি জানান খোদ মুশফিক। একাধিক গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন, তিনি এই সিরিজে বিশ্রাম চাননি। বরং খেলতে চেয়েছিলেন। এ সময় টিম ম্যানেজমেন্টকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে কিছু প্রশ্ন তোলেন এই তারকা ব্যাটার।

টিম ম্যানেজমেন্টের বিষয়ে এসব মন্তব্য করায় মুশফিককে এবার জেরার মুখে পড়তে হচ্ছে। বোর্ড থেকে মুশফিকের কাছে এমন মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারণী সূত্র।

বিসিবির শীর্ষস্থানীয় ও দায়িত্বশীল এই সূত্র জানায়, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-২০ ম্যাচের পর মুশফিককে বিসিবিতে ডাকা হয়েছে। এ সময় শুনানি হবে, যেখানে জানতে চাওয়া হবে ঠিক কী কারণে মুশফিক এসব কথা বলেছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: