শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

`দোয়া করবেন, আল্লাহ আমাদের রক্ষা করেছেন`

`দোয়া করবেন, আল্লাহ আমাদের রক্ষা করেছেন`

 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় অল্পের জন্য বেচে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা আতঙ্কিত ও শঙ্কিত। তারা এখন ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে অবস্থান করছেন। এঘটনায় উদ্বিগ্ন ক্রিকেটাররা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তামিম ইকবাল তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘পুরো দল বন্দুকধারীর হাত থেকে রক্ষা পেয়েছি। ভয়ানক অভিজ্ঞতা এবং দয়া করে আমাদের জন্য দোয়া করেন।’

 

 

মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘ক্রাইস্টচার্চের মসজিদের গোলাগুলির সময় আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান। সর্বশক্তিমানকে (আল্লাহ) ধন্যবাদ। আমরা খুব কাছে ছিলাম এবং আবার এধরনের অভিজ্ঞতার সম্মুখিন হতে চাই না... আমাদের জন্য দোয়া করো।’

 

 

জাতীয় দলের ডাটা অ্যানালিস্ট শ্রিনিবাস তার টুইটারে লিখেছেন, ‘মাত্রই এক বন্দুকধারীর হাত থেকে রক্ষা পেলাম। এখনো শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না। ভয় কাজ করছে সর্বত্র।’

দলের কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন বলেন, ‘আমি ঘটনার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু দেখেনি তবে গুলির আওয়াজ শুনে হাগলি পার্ক দিয়ে মাঠে ফিরেছেন। কোচিং স্টাফের সবাই হোটেলেই ছিলেন। খেলোয়াড়রা গোলাগুলির শব্দ শুনেই দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।’

দৈনিক বগুড়া

সর্বশেষ: