শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

৭১৩ রান করেও ৩ রানের আক্ষেপ পাকিস্তানি ওপেনারের

৭১৩ রান করেও ৩ রানের আক্ষেপ পাকিস্তানি ওপেনারের

স্বপ্নের মতো একটি মাস কাটালেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার শান মাসুদ। ডার্বিশায়ারের হয়ে ইংল্যান্ডের জমজমাট কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে এপ্রিল মাসটি পুরোপুরি নিজের করে নিয়েছেন তিনি। পুরো মাসজুড়ে করেছেন ৭১৩ রান, তবু রয়ে গেছে ৩ রানের আক্ষেপ।

এপ্রিল মাসে ডার্বিশায়ারের হয়ে চার ম্যাচে ৬টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন শান মাসুদ। যেখানে তিন ফিফটি ও দুই ডাবল সেঞ্চুরিতে করেছেন ৭১৩ রান। শনিবার মাসের শেষ দিনের ইনিংসেই শুধু ফিফটি করতে পারেননি তিনি, আউট হয়েছেন ৪২ রান করে।

এই ইনিংসে ৪৫ রান করলেই প্রথম শ্রেণির ক্রিকেটে এপ্রিল মাসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড হয়ে যেত শান মাসুদের। কিন্তু ফন ডার গুটেনের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৪২ রান করতে পেরেছেন তিনি। যে কারণে পুড়তে হয়েছে মাত্র ৩ রানের আক্ষেপে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এপ্রিল মাসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটা নিক কম্পটনের দখলে। ২০১২ সালের কাউন্টি ক্রিকেটে এপ্রিল মাসে ৭১৫ রান করেছিলেন কম্পটন। এবার শান মাসুদ থেমেছেন ৭১৩ রান করে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: