রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের মাঠে সিরিজ জিতলো ইংল্যান্ড

পাকিস্তানের মাঠে সিরিজ জিতলো ইংল্যান্ড

পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচ টি-২০ সিরিজে ছিল ৩-৩ সমতা। ফলে শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। সেই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে ইংল্যান্ডের কাছে পাত্তাই পেলো না স্বাগতিক পাকিস্তান।

রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের সপ্তম ম্যাচে পাকিস্তানকে ৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এতে সাত ম্যাচের সিরিজটিও নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

টস হেরে আগে ব্যাট করে ডেভিড মালানের ঝড়ো ফিফটি আর পরের দিকে বেন ডাকেট ও হ্যারি ব্রুকের তাণ্ডবে ৩ উইকেটেই ২০৯ রানের পাহাড় দাঁড় করায় ইংল্যান্ড। মালান ৪৭ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন। ডাকেট ১৯ বলে ৩০ করে আউট হন আর ব্রুকস ২৯ বলে করেন হার না মানা ৪৬।

জবাবে ৫ রানেই দুই ব্যাটিং স্তম্ভ বাবর আজম (৪) আর মোহাম্মদ রিজওয়ানকে (১) হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। এরপর শান মাসুদ, খুশদিল শাহরা যেন উইকেট টেকানোর চেষ্টা করে গেছেন। ম্যাচ জয়ের তাড়নাই ছিল না তাদের ব্যাটে।

মাসুদ ৪৩ বলে করেন ৫৬ রান, খুশদিল ২৫ বলে ২৭, ইফতিখার আহমেদ ১৬ বলে করেন ১৯ রান। আসিফ আলি আউট হন ৯ বলে ৭ করে। ২০ ওভার কাটিয়ে ৮ উইকেটে মাত্র ১৪২ রান করতে পারে পাকিস্তান।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ক্রিস ওকস। ২৬ রানে তিনি নেন ৩টি উইকেট। ২২ রানে ২ উইকেট শিকার ডেভিড উইলির।

দৈনিক বগুড়া

সর্বশেষ: