মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপের আগে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে আরও ৩ ম্যাচ খেলবে জ্যোতিরা

বিশ্বকাপের আগে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে আরও ৩ ম্যাচ খেলবে জ্যোতিরা

সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের আর ২৮ দিন বাকি। আসন্ন এই মেগা টুর্নামেন্টের আগে অনেকদিন ধরেই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়েছিল বিসিবি। ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল এবং নারী ক্রিকেটাররা দুটি দলে ভাগ হয়ে একটি সিরিজ খেলেছিল।

৩ দলের সেই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছিল উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে এই সিরিজ শেষ হয়ে গিয়েছে। যেখানে নারীদের কোনো দলই ভালো করতে পারেনি, ফলে শিরোপা জিতেছিল অনূর্ধ্ব ১৫ দল। এবার তরুণ এই ক্রিকেটারদের সঙ্গে আরও তিনটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

৭ সেপ্টেম্বরে সিলেটে পা রাখবে বাংলাদেশের নারী বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। একইসময়ে আসবে অনূর্ধ্ব ১৫ দলের ক্রিকেটাররা। আগামী ৮, ১১ এবং ১৪ সেপ্টেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তিনটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

এরপর ১৫ সেপ্টেম্বর আবার ঢাকা ফিরে আসবে দুই দল। ঢাকা ফিরে আরে চারদিন অনুশীলন করবে নারী দল। তারমধ্যে দুই দিন রাতের ফ্লাইড লাইটে এবং দুই দিন দিনের আলোতে। এরপর ২৩ তারিখ শ্রীলঙ্কার উদ্দেশে বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে জ্যোতিরা।

সূত্র: ঢাকা পোষ্ট