
সংগৃহীত
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। দুর্দান্ত পারফরম্যান্সে ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। এই সিরিজের পর লিটন-মুস্তাফিজদের সামনে অপেক্ষা করছে একের পর এক চ্যালেঞ্জ।
চলমান সিরিজ শেষ করেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে এশিয়া কাপে অংশ নেওয়ার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজ খেলবে তারা। এরপর বিশ্রামের বেশি সময় পাচ্ছেন না তাসকিন-লিটনরা।
জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে সিরিজের সব টি-টোয়েন্টি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর তিন ওয়ানডর সবকটি’ই হব ঢাকায়।
ক্যারিবীয়দের বিদায়ের পর কিছুদিন বিশ্রামের পরই আবারও ব্যস্ততা শুরু হয়ে যাবে ক্রিকেটারদের। কারণ, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৭ নভেম্বর ঢাকায় আসবে আয়ারল্যান্ড । তিন ফরম্যাটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সূত্র: কালবেলা