
সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্টের (২০২৫) ফাইনাল ম্যাচ। সোমবার (১ সেপ্টেম্বর) আলাদাভাবে ছেলে ও মেয়েদের দু’টি রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত হয়।
ছেলেদের ফাইনালে মুখোমুখি হয় ডিপার্টমেন্ট অব ইংলিশ এবং ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। টানটান উত্তেজনা ও দক্ষ খেলার প্রদর্শনের মাধ্যমে ডিপার্টমেন্ট অব ইংলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে মেয়েদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব ল’। সমানে সমান লড়াই শেষে ফ্যাকাল্টি অব ল’ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে।
ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিইউবিটি সবসময় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে চলমান থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। বিইউবিটির স্পোর্টস ক্লাব সফলভাবে আয়োজনের দায়িত্ব পালন করে। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সূত্র: ঢাকা পোষ্ট