সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

উন্নত বিশ্বের মতো দেশে চালু হলো রোড সেফটি অডিট

উন্নত বিশ্বের মতো দেশে চালু হলো রোড সেফটি অডিট

‘উন্নত বিশ্বের আদলে দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালু হয়েছে রোড সেফটি অডিট। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।’

শনিবার ব্র্যাক ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুরুষদের তুলনায় নারীরা গাড়ি চালাতে অধিক সাবধানতা অবলম্বন করে। এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই লক্ষ্যে সরকার নারী গাড়ি চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে।

সড়ক দুর্ঘটনা রোধ তথা এর ফ্যাটালিটি রেট অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে ব্র্যাক ও বিশ্বব্যাংকের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ যুক্ত হলে এসব সেক্টরে যেকোনো লক্ষ্য অর্জন সহজতর হবে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন অভিষ্ট -এসডিজি অনুযায়ী সড়ক দুর্ঘটনা ৫০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে এবং জাতিসংঘ ঘোষিত দ্বিতীয়বারের মতো ডিকেড অব একশন ফোর রোড সেফটির লক্ষ্যমাত্রা অর্জনে আইনগত কাঠামো শক্তিশালী করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত চালক। এ বাস্তবতা উপলব্ধি করে সরকার পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর কাজ করছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনায় পরবর্তী প্রজন্ম উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার স্বপ্ন সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের এক্টিং কান্ট্রি ডিরেক্টর মিজ দান্দান চেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক রেড সেফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হোসাইন, বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট দীপন বোসসহ আরো অনেকে।

দৈনিক বগুড়া