সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

বাংলাদেশের পাশে থাকবে দিল্লি : ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের পাশে থাকবে দিল্লি : ভারতীয় রাষ্ট্রদূত

সংগৃহীত

যেকোনো সংকটে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা।  তিনি বলেন, ‘করোনাকালে টিকা ও অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত। আগামী দিনেও ওষুধসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে দিল্লি।’

শনিবার (২৫ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতীয় বিনিয়োগে সান ফার্মাসিউটিক্যালসের কারখানা উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতের ফার্মাকোপিয়া ব্যবহারেও বাংলাদেশকে অনুরোধ করেন তিনি। কারখানার উদ্বোধক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘সান ফার্মার বিনিয়োগে বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে।’ স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে ওষুধ রপ্তানি করতে সান কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজার) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ড. আব্দুল মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. ফিরোজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সান ফার্মা বিশ্বের চতুর্থ বৃহত্তম স্পেশালিটি জেনেরিক কোম্পানি। এ ছাড়া ভারতের বৃহত্তম ওষুধ উৎপাদনকারী এবং যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় জেনেরিক কোম্পানি। বিশ্বের ছয়টি মহাদেশে এ কোম্পানির উৎপাদন প্ল্যান্ট রয়েছে।

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

সর্বশেষ: