সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

মুজিব ইন ক্যালকাটা ডকুমেন্টরির খসড়া কপি দেখলেন প্রধানমন্ত্রী

মুজিব ইন ক্যালকাটা ডকুমেন্টরির খসড়া কপি দেখলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের কলকাতায় থাকাকালীন অংশ তুলে ধরে তৈরি কলকাতায় মুজিব শীর্ষক ডকুমেন্টারির খসড়া কপি প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ মে) সকালে সরকারি বাসভবন গণভবনে ডকুমেন্টরিটির খসড়া পর্যালোচনা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের একটি বড় ভূমিকা ছিল, কারণ তিনি ১৯৪২ সাল থেকে ইসলামিয়া কলেজে (পরে নাম পরিবর্তন করে মৌলানা আজাদ কলেজ) পড়ার সময় সেখানে চার বছর কাটিয়েছিলেন।

মুজিব ইন ক্যালকাটা নামের তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের নামকরা চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন বলেন, প্রধানমন্ত্রী ‘মুজিব ইন ক্যালকাটা’ ডকুমেন্টারি পর্যালোচনা করেছেন এবং যারা এর নির্মাণে জড়িত তাদের মতামত ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কলকাতার ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধুর অধ্যায়ন, বেকার হোস্টেলে তার দিনকাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে তার সম্পৃক্ততা, আলিমুদ্দিন স্ট্রিটে তার রাত, পার্কে ঘুরে বেড়ানো, ব্রিগেড ময়দানে তার ক্যারিশম্যাটিক বক্তৃতাসহ আরও অনেক বিষয় তুলে ধরা হয়েছে। গৌতম ঘোষ পরিচালিত এ ডকুমেন্টরিতে।

সূত্র: সময় নিউজ

সর্বশেষ: