শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

বগুড়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

বগুড়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর থানাধীন ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে মহাসড়কের বনানী দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনার পর স্থানীয়রা বনানী বাইপাসের ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখলে যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন শাজাহানপুর নিমগাছী ফকির পাড়ার ইয়ামিন প্রামাণিকের স্ত্রী দোলেনা (৫০), তার মেয়ে রেশমী (৩২), একই উপজেলার জুসখোলা গ্রামের মোক্তার হোসেনের ছেলে শাকিল (২৭), খোট্টাপাড়া গ্রামের মো. আনসারের ছেলে মোকছেদুল (৫০), একই এলাকার সালমা (৪৮) ও অজ্ঞাত পরিচয় একজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিআর ট্রাভেলস দ্রুতগতির একটি বাস বনানী দ্বিতীয় বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার ৫ যাত্রীসহ একজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগসহ সার্জারি বিভাগে গুরুতর আহতদের চিকিৎসা চলছে।

এ ব্যাপারে জানতে হাইওয়ে পুলিশকে মোবাইলফোনে কল করলেও তারা রিসিভ করেননি।

এর আগে শুক্রবার রাতে একই থানাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা মঞ্জুর ফিলিং স্টেশন সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে হাইওয়ে পাকা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত ও ৩ জন গুরুতর আহত হন। আহতরা সবাই শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সর্বশেষ:

শিরোনাম: